ফিলিপাইনে তিন মাসে সাত শতাধিককে হত্যা

মাত্র তিন মাসে ফিলিপাইনে সাত শতাধিক সন্দেহভাজন মাদক ব্যবহারকারী ও ব্যবসায়ীকে পুলিশ অথবা নিরাপত্তা রক্ষীদের হাতে খুন হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, স্টপ এইডস ও ইন্টারন্যাশনাল এইচআইভি/এইডস অ্যালায়েন্সসহ প্রায় তিন শতাধিক নাগরিক সংগঠন এক যৌথ চিঠিতে এ হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে। তারা আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ড এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়কে ফিলিপাইন সরকারের এ পদক্ষেপের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছে।

চিঠি লেখায় সমন্বয়কের ভূমিকা পালনকারী ইন্টারন্যাশনাল ড্রাগ পলিসি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক অ্যান ফোর্ডহাম বলেন, ‘জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে ফিলিপাইনে চলমান এ নৃশংসতার নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি। এই জ্ঞানহীন হত্যাকে মাদক নিয়ন্ত্রণ হিসেবে মূল্যায়ণ করা যেতে পারে না।’

আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সমালোচনা করে তিনি বলেন, ‘ যেখানে দিনের পর দিন ফিলিপাইনের রাস্তায় লোকজনকে হত্যা করা হচ্ছে, সেখানে তাদের নীরবতা অগ্রহণযোগ্য।’

গত মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর রদ্রিগো দুতের্তে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের হত্যার ঘোষণা দিয়েছিলেন। শপথ গ্রহণের দিন তিনি জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, ‘ আপনারা যদি কোনো মাদক ব্যবহারকারীকে চেনেন, তাহলে যান এবং তাকে হত্যা করুন। এটা হয়তো তার বাবা-মা’র জন্য করাটা কষ্টকর হবে।’

ফিলিপাইনের সংবাদমাধ্যম এবিস সিবিএন নিউজ জানিয়েছে, গত ১০ মে’র পর থেকে এ পর্যন্ত ৭০৪ জনকে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হত্যা করা হয়েছে।



মন্তব্য চালু নেই