ফিলিপাইনে মৃত্যুদণ্ডই হবে সর্বোচ্চ শাস্তি

ফিলিপাইনে আবারো সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ফিরে আসছে। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে সম্প্রতি এমন ঘোষণাই দিয়েছেন। খবর বিবিসির।

আবারো সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ব্যবস্থা প্রবর্তনের ঘোষণা দিলেন ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। গত সপ্তাহের নির্বাচনের পর সাংবাদিকদের কাছে দেয়া প্রথম সাক্ষাৎকারে তিনি শপথ করেন বলেছেন, মৃত্যুদণ্ড ব্যবস্থা প্রবর্তন করা হবে। শুধু তাই নয় নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গুলি করে হত্যা করার অনুমতিও দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তবে এত সহজেই কিভাবে তিনি এ ধরনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে চান সে বিষয়ে কিছু জানা যায় নি। আগামী মাসের ৩০ তারিখ থেকে প্রেসিডেন্ট হিসেবে কার্যালয়ে বসবেন রদ্রিগো দুতের্তে। প্রেসিডেন্ট হিসেবে তার সময়কাল হবে ৬ বছর।



মন্তব্য চালু নেই