‘ফুটবল নিয়ে রাজনীতি করবেন না’

খেলাধুলাকে রাজনীতির মধ্যে না আনতে সৌদি আরবকে উপদেশ দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আজ (রোববার) বলেছেন, সৌদি আরব দু দেশের ক্রীড়াক্ষেত্রে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে যা ভুল আচরণ।

সৌদি আরব সম্প্রতি এশিয়ান ফুটবল ফেডারেশন বা এএফসি-কে দু দেশের মধ্যকার ম্যাচ তৃতীয় কোনো দেশে অনুষ্ঠানের জন্য অনুরোধ করেছে। সৌদি ফুটবল ফেডারেশন ওই অনুরোধ করে বলেছে, ইরানে অনুষ্ঠেয় ম্যাচ সম্ভাব্য নিরাপত্তাহীনতার কারণে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সৌদি আরবের এ অনুরোধকে ‘খোড়া অজুহা’ বলে মন্তব্য করেছেন আমির আবদুল্লাহিয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরান হচ্ছে সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। সে কারণে আমরা অবশ্যই এএফসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ ইরানে অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।

এএফসি বিষয়টি মীমাংসার জন্য ইরান ও সৌদি আরবকে ১৫ মার্চ পর্যন্ত সময় দিয়েছে। তবে আমির আবদুল্লাহিয়ান বলেছেন, যেকোনো শহরে পূর্ণ নিরাপত্তার মধ্যদিয়ে ম্যাচ অনুষ্ঠানে ইরান প্রস্তুত রয়েছে এবং হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ইরান ও সৌদি আরবে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূত্র: রে. তে.



মন্তব্য চালু নেই