ফুলবাড়ীতে বিদ্যুতের আগুনে ৩০ লক্ষাধীক টাকার সম্পদ পুড়ে ছাই

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সদরে এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি টিনসেড বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে উপজেলা সদরের চন্দ্রখানার হাসপাতাল পাড়া গ্রামে বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে।

বাড়ীর গৃহীনি সেলিনা বেগম সেলি জানায়, সকালে ঘুমে থাকাবস্থায় তিনি রড় মেয়ে তাকে ডেকে বলে বিদ্যুতের মাল্টিপ্লাগে আগুন ধরেছে। পরে তিনি কাপড় দিয়ে আগুনকে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে পাশে থাকা ব্যবহৃত মোটর সাইকেল ও গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে যায়। আগুনের লেলিহান শিখা এমনি ছিল যে নিমিষেই গোটা বাড়ী ভস্মিভূত হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়।

এ সময় বাড়ীর কোন কিছুই আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি। তবে পাঁচটি আলমারী, একটি নতুন ডিসকভার মোটর সাইকেল, একটি ফ্রিজ, বড় বড় কয়েকটি টিনের বাক্স পুড়ে ছাই হয়ে গেলেও আশ্চার্য্য হলেও সত্য যে অন্য একটি আলমারিতে থাকা পবিত্র কোরআন শরিফে আগুনের ছোয়া লাগার পর অক্ষর গুলো পুড়ে যায় নি। থাকা পাশের জয়নাল মেকারের বাড়ীর কিছু অংশ ও শুভ ট্রেডার্স এর মালামাল পুড়িয়ে যায়। এ সময় ক্ষতি হয় প্রায় ৩০ লক্ষাধীক টাকার সম্পদ।



মন্তব্য চালু নেই