ফুসকা ও বেলপুরির নামে কি খাচ্ছে রাজধানীর মেয়েরা? (ভিডিও)

ফুসকা ও বেলপুরি ও চটপটি মেয়েদের প্রিয় খাবার। স্কুল কলেজের উঠতি বয়সী মেয়েরাসহ সব বয়সের নারীদের অমৃত খাবার এগুলো। তাই রাস্তা-ঘাটে ও স্কুল কলেজের সামনে যেখানেই এর দেখা পায় সেখানে দাঁড়িয়েই মেয়েরা খাওয়া শুরু ফুসকা বেলপুরি।

যদি এ খাবার তৈরীর সরঞ্জাম ও পরিবেশটা দেখতেন, তাহলে ভুলে কখনও ফুসকা বেলপুরির দিকে ফিরে তাকাতেন না মেয়েরা। রাজধানীর বিভিন্ন বস্তির ঘর ও মার্কেটের ছাদে বসে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হয় এসব খাবার।

এসব খাবারে কত ক্ষতি হচ্ছে তাও জানেন না মেয়েরা। ডাক্তাররা জানিয়েছেন, এই ক্যামিক্যালের খাবার খেলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের ক্ষতি হয়। কিডনী, হার্ট ও ব্রেন’র ও ক্ষতি করে এই খাবার। এমনকি মেয়েলী (মেয়েদের রোগ) ব্যাপারেও সমস্যা হয়।

এই খাবার তৈরীর স্থান ও পরিবেশ এবং এর ভয়াভহতা সম্পর্কে জানতে ও

নিজ চোখে দেখতে এখানে ক্লিক করুন…



মন্তব্য চালু নেই