ফেডারেশন থেকে বহিষ্কার জবি শিক্ষক সমিতি

মূল সংগঠনকে উপেক্ষা করে নিজস্ব কর্মসূচি ঘোষণা করায় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বহিষ্কার করা হয়েছে। ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, ফেডারেশনের শৃঙ্খলাবিরোধী কাজ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। আজ ৭ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ৩০ অক্টোবর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। সে সিদ্ধান্তের বাইরে গিয়ে বুধবার গণমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে স্নাতক প্রথম বর্ষের আসন্ন ভর্তি পরীক্ষা বর্জন করে জবি শিক্ষক সমিতি।



মন্তব্য চালু নেই