ফের আকাশে উড়লো সোলার বিমান

বিশ্ব জয় করতে দ্বিতীয় বারের মত আকাশে উড়লো সৌরশক্তি চালিত বিমান ইমপালস ২। আজ যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে স্থানীয় সময় ১১ বিমানটি উড্ডয়ন করে।

গত বছর সারা পৃথিবী ভ্রমণ করতে সোলার ইমপালস যাত্রা শুরু করে। প্যাসিফিক ওশেন অতিক্রম করে রেকর্ড পরিমাণ যাত্রা সম্পন্ন করার পর বিমানটিতে ব্যাটারি সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞ দল পরবর্তীতে যাত্রা স্থগিত করেন। এবছরের মধ্যে বিমানটির হাওয়াই থেকে ফনিক্সের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।

রক্ষণাবেক্ষণ ও মেরামত ছাড়াও গবেষক দল বিমানে ৩৬০ ডিগ্রি ক্যামেরা যুক্ত করেছেন।

এই যাত্রার লক্ষ্য নবায়ন যোগ্য জ্বালানির সম্প্রসারণ ও এর ব্যবহার বাড়াতে সচেতনা তৈরি। পাশাপাশি পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করা।

এই প্রকল্পের প্রধান পিকার্ড বলেন, ‘আমাদের লক্ষ্য মানুষকে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে সচেতনতা তৈরি করা।’

এই বিমানটিতে বৈমানিক হিসেবে আছেন অ্যান্ড্রি বোসবার্গ।



মন্তব্য চালু নেই