ফের ভূমিকম্পে কাঁপলো ভারতের অরুণাচল

মণিপুরে বড় ভূমিকম্পের পর আজ ভূমিকম্পে ফের কাঁপল উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে অরুণাচলের কুরুং কুমে জেলার ২৩ কিমি নীচে এই কম্পনের কেন্দ্র ছিল বলে জানানো হয়েছে। সোমবার মণিপুরের তেমেলগং জেলায় ভূমিকম্পের পর বেশ কয়েকটি ছোট এবং মাঝারি মাপের আফটার শক হয়। তবে বৈজ্ঞানিকরা জানিয়েছেন এটা কোনও আফটার শক নয়, নতুন ভাবে একটি ভূমিকম্প হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র প্রধান জে এল গৌতম বলেন, ‘এটি একদম নতুন একটি কম্পন।

এর সঙ্গে মণিপুরের কম্পনের কোনও সম্পর্ক নেই।’ এমনিতেই ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি অতি ভূমিকম্পপ্রবণ। অতীতেও বহুবার ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্যগুলি।



মন্তব্য চালু নেই