ফের সবার শীর্ষে সাকিব, ফিরে পেলেন নিজ সিংহাসন

আবারো নিজের আসন ফিরে পেলেন সাকিব। ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে এখন তিনি। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই ও তিনে থাকা মোহাম্মদ হাফিজ (৩৬৩) ও দিলশানের (৩৪৯) চেয়ে নিরাপদ দূরত্বে রয়েছেন সাকিব (৪১৬)। ফলে আপাতত ওয়ানডে খেলা না থাকলেও আগামী কয়েক মাস টাইগার অলরাউন্ডার শীর্ষেই থাকবেন।

তবে ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে যথারীতি দুইয়ে রয়েছেন সাকিব। তবে শীর্ষে থাকা ট্রেন্ট বোল্টের (৭৩১) সঙ্গে সাকিবের (৬৯৯) পয়েন্ট ব্যবধান বেড়ে ৩১ হয়েছে।

বোলারদের র‍্যাংকিংয়ে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক (৬৮৫) ইনজুরির কারণে দলের বাইরে থাকায় আপাতত দ্বিতীয় স্থান নিয়ে কিছুটা নির্ভার রয়েছেন।

তবে চতুর্থ স্থানে থাকা হেনরি (৬৭৫) ও পঞ্চম স্থানে থাকা ইমরান তাহির (৬৭৪) যে কোনও সময় সাকিবের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।



মন্তব্য চালু নেই