ফের হবে মাধ্যমিকের বিতর্কিত নিয়োগ পরীক্ষা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। এখন আগের ১ হাজার ৯৬৫ জন আবেদনকারীদের প্রার্থিতা বহাল রেখে অবিলম্বে নতুন করে এই পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার মাউশির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, নতুন পরীক্ষার সময়সূচি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি ও টেলিটকের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।

মাউশি সূত্র জানায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১ হাজার ৯৬৫টি শূন্য পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ১৪ জুন তৃতীয় শ্রেণির ও ২১ জুন চতুর্থ শ্রেণির লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতিতে) নেওয়া হয়। এরপর এ নিয়ে নানা ধরনের অনিয়মের অভিযোগে পুরো নিয়োগ কার্যক্রম বিতর্কের মধ্যে পড়ে।



মন্তব্য চালু নেই