ফেসবুকের মত টুইটারেও আসছে টাইমলাইন

জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ব্যাপক পরিবর্তন আসছে। এতদিন টুইটারে টাইমলাইন ফেসবুকের মতো সমৃদ্ধ ছিল না। টুইটারকে ব্যবহার বান্ধব করতেই টাইমলাইনে পরিবর্তন আনা হচ্ছে।

যারা টুইটারে অভ্যস্ত এবং নিয়মিত ব্যবহার করেন, সেটিংসে পরিবর্তন এনে তারাও জানতে পারবেন যাদের ফলো করা হয় তাদের নিয়মিত আপডেট। যেমনটা করা যায় ফেসবুকেও।

এটি মাইক্রোব্লগিং সার্ভিসের একটি যুগান্তকারী পরিবর্তন। যদিও টাইমলাইনে ‘হোয়াইল ইউ ওয়্যার অ্যাওয়ে’ এই অপশনে টুইটার ব্যবহারকারীরা বর্তমান থেকে অতীতের টুইট গুলো দেখতে পেত।

ছুটির দিনে একটি গুজব ওঠে যে টুইটারের টাইমলাইনের ধরণ ফেসবুকের নিউজফিডের মত হবে। যদিও টুইটারের প্রধান কার্য নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোর্সে তার নিজের করা একটি টুইটে বলেন, ‘টুইটারের রিয়েল টাইম স্ট্রিম কখনো পরিবর্তন হবে না।’

টুইটারে ব্যবহারকারী বৃদ্ধির জন্য নতুন চাপ সৃষ্টি হচ্ছে এবং তাদের শেয়ারের মূল্য উল্লেখহারে কমে গেছে।



মন্তব্য চালু নেই