ফেসবুকে অনুভূতি প্রকাশে মানা

বেশ কয়েক মাস আগে লাইক ছাড়াও আরো কয়েকটি অনুভূতি প্রকাশের অপশন এনেছে ফেসবুক। তবে তা ব্যবহার করা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে পুলিশ। ফেসবুকে দেদারছে অনুভূতি প্রকাশ করা যাবে না- এমনটাই জানানো হয়েছে বেলজিয়ামের পুলিশ প্রশাসন। ফেসবুক নিজেদের অনুভূতি প্রকাশ করলে গোপনীয়তা নষ্ট হবে বলে দাবি পুলিশের।

ফেসবুক ব্যবহারকারীদের নিজেদের স্বার্থে এবং নিজেদের গোপনীয়তা বজায় রাখতেই এই পরামর্শ দিচ্ছে পুলিশ। বুধবার এক বিবৃতিতে বেলজিয়াম পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গত ফেব্রুয়ারি মাসে প্রমাণিত হয়েছে যে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য একত্রিত করতে দ্বিধা করেনা ফেসবুক কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের প্রকাশিত অনুভূতির ওপর ভিত্তি করে তারা সংগ্রহ করে নানা তথ্য।’

ফেসবুকে মানুষের অনুভূতি প্রকাশের জন্য শুধু ছয় ধরনের অপশন রয়েছে কেন- তা নিয়েও প্রশ্ন তুলেছে বেলজিয়াম পুলিশ। তাদের দাবি এই অনুভূতির উপর নির্ভর করেই নিজেদের বাণিজ্যিক প্রচার চালায় ফেসবুক। ব্যবহারকারীদের প্রকাশিত অনুভূতির ওপর গবেষণা করে ফেসবুক নিজেদের সাইটের বিজ্ঞাপন জোগাড় করে বলেও দাবি করেছে বেলজিয়াম পুলিশ।



মন্তব্য চালু নেই