ফেসবুকে আসছে ডিসলাইক সুবিধা

এতদিন ফেসবুকে কারো কোনো স্ট্যাটাস, ছবি কিংবা অন্য কোনো পোস্ট পছন্দ হলে “লাইক” বা পছন্দের অপশন ছিল। কিন্তু যখন কোনো কিছু অপছন্দ হয় তখন? ব্যবহারকারীদের চাহিদার কথা বিবেচনা করে এর জন্য লাইকের বিপরীতে “ডিসলাইক” বাটন চালু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

বুধবার ফেসবুকের প্রধান কার্যালয় থেকে এমনই ঘোষণা দিলেন প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

জাকারবার্গ বলেন, “মানুষ বহু বছর ধরে ডিসলাইক বাটন সম্পর্কে আলোচনা করছে। চাহিদার বিষয়টি বিবেচনা করে আমরা অবশেষে এটি নিয়ে কাজ করছি। বৃহত্তর স্বার্থে একটা কিছু করা হবে।”

এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরাও ডিসলাইক বাটন বা থাম্বস-ডাউন অপশন ব্যবহার করে অপছন্দ প্রকাশ করতে পারবেন।

প্রসঙ্গত, ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে অবশ্য আগে থেকেই ডিসলাইক অপশন চালু আছে।



মন্তব্য চালু নেই