ফেসবুকে কথা বলা যাবে গোপনে!

ফেসবুক মেসেঞ্জার নতুন চমক আনতে যাচ্ছে। এখন থেকে ফেসবুক ব্যবহারকারী চাইলে গোপনে কথা বলতে পারবেন। এমনকি কথোকথনও মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাবে। ফেসবুকের সার্ভারেও জমা থাকবে না।

এভাবে কথা বলতে হলে যেকোনো একটি ডিভাইস নির্বাচন করতে হবে। ‘ডি স্পেয়ার’ অপশনের মাধ্যমে নির্দিষ্ট ডিভাইস থেকে কথোপকথন ডিলিট হয়ে যাবে। এতে ভিডিও কিংবা জিআইএফের কোনও সুবিধা নেই।

মেসেঞ্জারের পেনসিল আঁকা আইকনের ওপরে ক্লিক করলে ওপরে ডান পাশের ‘সিক্রেট’ অপশনে যেতে হবে। এবার যার সঙ্গে গোপনে কথা বলতে চান তাকে সিলেক্ট করুন। কতক্ষণ পর কথোপকথোর ডিলিট হবে সে সময়ও ঠিক করে দিতে পারেন।

গত জুলাইয়ে ফেসবুক মেসেঞ্জারের ‘সিক্রেট মেসেজ’ অপশন নিয়ে পরীক্ষা চালায়। সীমিত আকারে সেবাটি এখন চালু হলেও শিগগিরই এটা সবার জন্য চালু করা হবে। সূত্র: ইয়াহু।



মন্তব্য চালু নেই