ফোনটি বানিয়ে ফেলুন মাল্টিমিডিয়া প্রজেক্টর

আপনার স্মার্টফোনটি চাইলে সহজেই মালটিমিডিয়া প্রজেক্টর বানিয়ে ফেলতে পারেন। কাজটি করতে খুব বেশি খরচও হবে না বা দামি ফোনেরও দরকার নেই।

2015_10_02_20_26_15_UhIJdaeZTauFMwDOz1dC6QSB0uo7ZJ_original

যা লাগবে
একটি কার্ডবোর্ড বক্স (জুতার বাক্স হলেও চলে), টেপ, একটি আতশ কাচ (ম্যাগনিফাইং গ্লাস), একটি পেপার ক্লিপ, তীক্ষ্ণধার চাকু আর আপনার স্মার্টফোন।

যেভাবে বানাবেন

2015_10_02_20_26_17_uzQT77HV5EFlssGnWEnOiqFuuYc15v_original

১. কার্ডবোর্ড বাক্সের এক প্রান্তে আতশ কাচটির মাপ নিন। কলম বা পেন্সিল দিয়ে চারপাশে দাগ দিন।

2015_10_02_20_26_18_RaTwkIVhofmI0frm5Gsy0f56ROicgy_original

২. এবার দাগ বরাবর চাকু দিয়ে কাটুন।

2015_10_02_20_26_20_glnZOFizSlFefBErcYPm0HfNpdY1RU_original

৩. এবার ভেতরের দিকে আতশি কাচটি টেপ দিয়ে ভালোভাবে আটকে দিন।

2015_10_02_20_26_06_Rx84J4OyRsx7kj7eGr1VRjSCSb1itd_original

৪. এবার পেছনের দিকে ছোট্ট একটি ছিদ্র করুন যাতে স্মার্টফোনের চার্জারের তারটি প্রবেশ করানো যায়।

2015_10_02_20_26_08_rVfikeesJAMeFv5TSAwtrAhOaUcEaX_original

৫. পেপার ক্লিপটি এমনভাবে বাঁকিয়ে নিন যাতে স্মার্টফোনটি কাত করে ধরে রাখার জন্য একটি স্ট্যান্ড হয়।

কীভাবে কাজ করে

2015_10_02_20_26_09_7Qxg6XaYSCVUpd2nYHrG1rfwMYWJUA_original
আতশ কাচটি আপনার ফোনের যেকেনো ভিডিওর উল্টো বিম্ব তৈরি করবে। সোজা বিম্ব দেখতে মোবাইল স্ক্রিনটি উল্টো করে রাখতে হবে অথবা বাক্সটিই উল্টো করে স্থাপন করতে হবে। এর জন্য একটি অ্যাপসও ডাউনলোড করে নিতে পারেন।

2015_10_02_20_26_11_ai6NC4wuKJVBDXky4fULgJiSMbAycj_original

ভালো ছবি পেতে ফোনের ব্রাইটনেস সর্বোচ্চ রাখতে হবে। আর এ কারণে দ্রুত ব্যাটারির চার্জ শেষ হবে। এই সমস্যা

2015_10_02_20_26_12_rqmecJ1SWK1pVcTEDGA2A47PN9x0jl_original

কাটাতেই চার্জারের জন্য একটি ছিদ্র করতে বলা হয়েছিল। চার্জারটি সব সময় ফোনে লাগিয়ে রাখুন।

2015_10_02_20_26_14_uEVh9cwYCnEghfBTblUMd1VCF8c77i_original



মন্তব্য চালু নেই