ফোনালাপেও অতিরিক্ত করারোপ হচ্ছে

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মোবাইলে কথা বলার ওপর অতিরিক্ত করারোপ করতে যাচ্ছে সরকার। পূর্বের ১৫ শতাংশ মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) পাশাপাশি ৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। অর্থ আইন-২০১৫-তে অতিরিক্ত করারোপের বিষয়টি উল্লেখ থাকবে।

অর্থ আইনের মাধ্যমে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে।

সাধারণত সিমকার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা মোবাইলে কথোপকথন, এসএমএস, এমএমএস ও ইন্টারনেট ব্রাউজিং সেবা পেয়ে থাকেন।

নতুন আইনটি কার্যকর হলে গ্রাহকরা ১০০ টাকা রিচার্জ করলে ৮৩ টাকার কথা বলতে পারবেন। এর সঙ্গে এসএমএস, এমএমএস, ইন্টারনেট ব্রাউজিংয়ের ওপর ভ্যাটের পাশাপাশি ৫ শতাংশ সম্পূরক শুল্ক আদায় করা হবে।



মন্তব্য চালু নেই