ফোনের সঙ্গে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ফ্রি

ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) স্বাদ নিতে চান? এজন্য আলাদাভাবে ভিআর হেডসেট কিনতে হবে না। ফোন কিনলেই সঙ্গে ফ্রিতে মিলবে ভিআর। এমনই এক ফোন বাজারে ছেড়েছে অ্যালকাটেল। ফোনটির মডেল অ্যালকাটেল ওয়ান টাচ আইডল ৪ এস। এই ফোনটির বক্সের মধ্যেই রয়েছে ভার্চুয়াল দুনিয়ায় প্রবেশের দ্বার।

ভেনচুর বিটের তথ্য মতে, অ্যালকাটেল তাদের এই ফোনটির সঙ্গে গুগলের কার্ডবোর্ডের মত দেখতে ভিআর হেডসেট ফ্রিতে দিচ্ছে। ফোনটি একটি প্লাস্টিকের বক্সে মোড়কজাত করা হয়েছে। যার মধ্যে ফোন ও ভিআর হেডসেট রয়েছে।

অ্যালকাটেল ওয়ান টাচ আইডল ৪ এস ফোনটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চির। ডিসপ্লেতে কোয়াড এইচডি অ্যামোলিড প্রযুক্তির সংমিশ্রণ দেয়া হয়েছে।

৩ জিবি র‌্যামের এই ফোনটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৫২ অক্টাকোর প্রসেসর। ফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। এটি অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটির বাজারমূল্য ৪০০ ডলার।



মন্তব্য চালু নেই