ফ্রান্সে ছুটির সময় অফিসের মেইলে ‘না’

ফ্রান্সের কর্মচারীরা এখন থেকে চাইলে ছুটির দিনে অফিসের ইমেইল উপেক্ষা করতে পারবেন। রোববার এ সংক্রান্ত একটি নতুন আইন কার্যকর করা হয়েছে। পঞ্চাশজনের বেশি কর্মচারী রয়েছে যেসব প্রতিষ্ঠানে সেগুলো এই আইনের আওতায় পড়বে।এই আইনের সমর্থকরা বলছেন, অফিসের কাজের সময়ের বাইরে যেসব কর্মচারীকে তাদের ইমেইলের দিকে নজর রাখতে হয় কিংবা সে সব ইমেইলের জবাব দিতে হয়, অনেক সময়ই তারা ন্যায্য ওভারটাইম পান না।

এছাড়া ছুটির মধ্যে অফিসের কাজ করার জন্য তারা যথেষ্ট বিশ্রাম পান না, তাদের ঘুমের ব্যাঘাত ঘটে এবং পরিবারে সমস্যা তৈরি হয়।

ফ্রান্সে একজন কর্মচারীকে প্রতি সপ্তাহে গড়ে ৩৫ ঘন্টা কাজ করতে হয়।

এই নিয়মটি ২০০০ সাল থেকে চালু আছে।

সূত্র: বিবিসি



মন্তব্য চালু নেই