ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন

আবু তাহির, (প্যারিস) ফ্রান্স: ৪৬তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত রবিবার প্যারিসের মেট্র হুসে এক অভিজাত হলরুমে ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ বার তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল ইসলাম বকুল, ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্ঠা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, অল ইউরোপিয়ান কর্মজীবী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, ফ্রান্স আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান সাহী, প্রচার সম্পাদক নুরুল হক ভুইয়া, ফ্রান্স আওয়ামীলীগ নেতা আমিন খান হাজারী, মুক্তিযুদ্ধা মনু মিয়া, বংগবন্ধু সংহতি পরিষদ সভাপতি জামিরুল ইসলাম মিয়া জামিল, ফ্রান্স আওয়ামী কর্মজীবী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম রুহেল, আওয়ামীলীগ নেতা পারভেজ রশিদ, আসাদুজ্জামান সুমন, মাছুম আহমদ, খালেদ আহমদ, হাসান আহমদ, সাহেদ আহমদ, দেলোয়ার হোসেন, সালেহ আহমদ, রাসেল আহমদ, আব্দুল মান্নান, আমিনুল ইসলাম জুয়েল, আজাদুর রহমান, সাদিকুর রহমান, রুমেল আহমদ, জহির উদ্দিন, সুহেব আহমদ, জাবুল আহমদ সহ ফ্রান্স আওয়ামী লীগের নেতারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে উপহার দিচ্ছেন ‘ডিজিটাল বাংলাদেশ’।

বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে বলেই দেশের জণগণের জন্য রাজনীতি করে। আর বিএনপি-জামায়াত বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই তারা নৈরাজ্য, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও’র রাজনীতি করছে। বক্তারা যেকোন মূল্যে বিএনপি-জামায়াতের ধ্বংসের রাজনীতি প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।



মন্তব্য চালু নেই