ফ্লোরিডায় আফ্রিকান মানুষখেকো কুমির সনাক্ত

ফ্লোরিডায় আফ্রিকান মানুষখেকো কুমির সনাক্ত করেছে একদল বিশেষজ্ঞ। গত বেশ কয়েক বছর ধরেই এ প্রজাতিটির খোঁজ পাওয়ার পর ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে কুমিরটি ‘নাইল’ জাতীয় এবং উপ সাহারা-আফ্রিকা অঞ্চলে বছরে ২০০ জন মানুষ এই কুমিরের আক্রমণে মারা যায়।

২০০৯ সাল থেকে এই কুমির শাবক পাওয়া যাচ্ছে ফ্লোরিডার এক জলাভূমিতে। বন্য প্রাণী জন্য এই জলাভূমিটি সংরক্ষণ করা হয়েছে। কিন্তু সেখানে আফ্রিকার এই কুমিরের জাত পাওয়ার পর থেকে দুশ্চিন্তায় আছে বিশেষজ্ঞরা। তাদের ধারণা এই কুমিরের কারণে জলাভূমির বাস্তুসংস্থানে বড় ধরণের পরিবর্তন আসবে।

ফ্লোরিডার এই জলাভূমিতে থাকা স্থানীয় কুমিরগুলো ৪ ফুট হয়ে থাকে। কিন্তু নাইল জাতের এই কুমিরটি ৬ ফুট হয়ে থাকে। ফলে ধারণা করা হচ্ছে ২০০৯ সালে পাওয়া কুমির ছানার বেশ কয়েকটি এতদিনে বড় হয়ে গেছে। এই কুমিরের খাবারের তালিকায় আছে পাখি, মাছ, বড় জাতের সরীসৃপ। এদের খাদ্য তালিকায় মানুষও রয়েছে।বিবিসি।



মন্তব্য চালু নেই