বইমেলায় বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ সংকলন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ভাষণের সংকলন নিয়ে অমর একুশে বইমেলায় আসছে ‘ওঙ্কারসমগ্র’।

ঐতিহ্য প্রকাশনীর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এ তথ্য জানিয়েছেন।

নাইম জানান, ২১ ফেব্রুয়ারি ১৯৭১ থেকে ৮ মার্চ ১৯৭৫ পর্যন্ত বিভিন্ন সমাবেশে ও অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দেয়া ভাষণগুলোই এই বইতে সংকলিত করা হয়েছে। এসব শ্রুতিলিপির বানান বঙ্গবন্ধুর মুখের উচ্চারণ অনুযায়ী রাখার চেষ্টা করা হয়েছে বলে তিনি জানান।

ঐতিহ্য প্রকাশনীর কর্ণধার আরও জানান, বঙ্গবন্ধুর শতাধিক ভাষণ থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ ৬৭টি ভাষণের শ্রুতিলিপি আকারে এ বইটি প্রকাশ করা হয়েছে। বইটির শ্রুতিলিখন ও সম্পাদনা করেছেন তরুণ কথাসাহিত্যিক নির্ঝর নৈঃশব্দ্য।

একুশের বইমেলায় ঐতিহ্য প্রকাশনীর স্টল ছাড়াও ঐতিহ্যের বাংলাবাজার ও কাঁটাবন বিক্রয় কেন্দ্র এবং অভিজাত বইয়ের দোকানে ‘ওঙ্কারসমগ্র’ পাওয়া যাবে।

‘ওঙ্কারসমগ্র’ বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি ৩৫০ পৃষ্ঠার রয়েল সাইজ এই বইয়ের মূল্য ধরা হয়েছে ৭৫০ টাকা। রকমারি ডটকম ও ঐতিহ্য প্রকাশনের ফেসবুক পেজ এর মাধ্যমে ঘরে বসেও পাঠকরা বইটি সংগ্রহ করতে পারবেন।



মন্তব্য চালু নেই