বই কিনতে না পেরে কলেজছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জে অর্থাভাবে পাঠ্যবই কিনতে না পেরে ফরিদা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফরিদা খাতুন উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা জোতপাড়া গ্রামের হতদরিদ্র দিনমজুর শামছুল হক শান্তর মেয়ে। তিনি শাহজাদপুর সরকারি কলেজের বাংলা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাস্টার্স পাশ করা বেকার বড় ভাই শেখ ফরিদ ও বাবার কাছে একটি পাঠ্যবই কিনে দিতে বলেন ফরিদা। এসময় তাকে বকাঝকা করলে রাগে-অভিমানে মঙ্গলবার রাতে তিনি নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আমরাও মর্মাহত হয়েছি। অর্থাভাবে একজন মেধাবী ছাত্রীর এভাবে মৃত্যুবরণ খুবই দুঃখজনক ঘটনা।’

এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই