“বউয়ের অনুপ্রেরণায় আজ আমি হিরো আলম”

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে তুমুল আলোচিত এক নাম “হিরো আলম”। কোন নাটক বা সিনেমায় অভিনয় না করেও পেয়েছেন হিরোর খেতাব। শখের বশে মিউজিক ভিডিওতে কাজ করে হয়ে উঠেছেন জনপ্রিয়। দেশের সর্বত্রই তাকে নিয়ে এখন চলছে আলোচনা-সমালোচনা। অতি সম্প্রতি আওয়ার নিউজ বিডি’র সাথে একান্ত আলাপচারিতায় মজেছিলেন এই হিরো। বগুড়া সদরের এরুলিয়া গ্রামের এই যুবকটি কী করে আশরাফুল হোসেন (আলম) থেকে হিরো আলম হয়ে উঠলেন তা জানতে হিরোর মুখোমুখি হয়েছিলেন আওয়ার নিউজ বিডি’র বার্তা সম্পাদক আবু রায়হান মিকাঈল। সাথে ক্যামেরা পারসন হিসেবে ছিলেন আতিকুর রহমান (আতিক)। আওয়ার নিউজ বিডি’র লাখো পাঠকদের জন্য সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-

আওয়ার নিউজ বিডি : এই মুহুর্তে কেমন আছেন? আওয়ার নিউজ বিডি’র পক্ষ থেকে শুভেচ্ছা নিন।
হিরো আলম : ভাল আছি। আপনাদেরকেও অসংখ্য শুভেচ্ছা

আওয়ার নিউজ বিডি : সবাই তো আপনাকে হিরো আলম নামেই চেনে, কিন্তু আপনার আসল নামটি কি?
হিরো আলম : আমার নামটি হলো আশরাফুল হোসেন (আলম)।

আওয়ার নিউজ বিডি : আপনার অনেক ভক্তরা জানতে চায় হিরো আলম হয়ে ওঠার পিছনের সেই গল্পটা।
হিরো আলম : হিরো আলম হয়ে ওঠার পেছনে গল্প হলো- আমি এক সময় শখের বশে গানের মডেলিং শুরু করি। গান করতে করতে আজ হিরো আলম নামে পরিচিতি পেয়েছি। তবে, আমি আমার স্ত্রীর কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। এছাড়া অগণিত মানুষের ভালবাসায় আমি আজকের হিরো আলম হতে পেয়েছি। আমি কখনো নিরাশ হয়নি। ভাবতাম একটি সময়ে হয়তো আমার এই পরিশ্রম স্বার্থক হবে। ব্যবসার শত ব্যস্ততার পাশাপাশি আমার এই কাজের ধারাবাহিকতা অব্যহত রেখেছিলাম।

আওয়ার নিউজ বিডি : এ পর্যন্ত আপনি কতটি গানে মডেলিং করেছেন?
হিরো আলম : সর্বমোট আমি ৫০৩টি গানে মডেলিং করেছি।

আওয়ার নিউজ বিডি : আপনি কোন নামে পরিচিত হতে বেশি স্বচ্ছন্দবোধ করেন, হিরো আলম নাকি অন্য কোনো নাম?
হিরো আলম : আমি ’হিরো আলম’ নামেই পরিচিতি পেয়েছি এবং এই নামে নিজেকে সবার কাছে উপস্থাপন করতে বেশি স্বচ্ছন্দবোধ করি।

আওয়ার নিউজ বিডি : কখনো কি ভেবেছিলেন আপনি একদিন আশরাফুল হোসেন (আলম) থেকে ‘হিরো আলম’ হবেন?
হিরো আলম : না, এটা আমি কখনই পাবিনি। তবে, নিজেকে আজ আমার খুব ভাগ্যবান মনে হয়। কারণ, আমার মতো একজন সাধারণ মানুষ আজ সবার হৃদয়ে স্থান করে নিয়ে হিরো আলম হয়েছে।

আওয়ার নিউজ বিডি : এখন তো আপনার অনেক ভক্ত, অনেকেই খুব ভালবাসে, চারিদিকে
আপনার নাম- বিষয়টি কেমন লাগে?

হিরো আলম : বিষয়টা অবশ্যই অত্যন্ত আনন্দের। দিনদিন মানুষের ভালবাসায় যেন আমি আরো বেশি সিক্ত হচ্ছি।

আওয়ার নিউজ বিডি : আপনি নাকি এক সময় মেম্বর ইলেক্টশন করেছিলেন? এ বিষয়ে কিছু 13620147_856545857823786_5454925370719083048_nবলুন…
হিরো আলম : হ্যাঁ, আমি এক সময় মেম্বর ইলেক্টশন করেছিলাম। তবে, সেটা করেছিলাম শখের বশে।

আওয়ার নিউজ বিডি : আপনি তো ডিস ব্যবসা করতেন, কিন্তু কেন এই মডেলিং জগতে আসলেন?
হিরো আলম : আমি ব্যবসার পাশাপাশি শখের বশে মডেলিং শুরু করেছিলাম। তাছাড়া বলতে পারেন একটা আমার অনেক দিনের একটা ইচ্ছা বা বাসনা ছিল। বিশেষ করে সে কারণেও এ জগতে আসা।

আওয়ার নিউজ বিডি : মডেলিং-এ আসার পেছনে কার অনুপ্রেরণা আপনাকে বেশি উৎসাহিত Hiro-Alam-01করেছে?
হিরো আলম : আমার বাবা, মা ও স্ত্রীর অনুপ্রেরণা। বিশেষ করে আমি স্ত্রীর অনুপ্রেরণা পেয়েছিলাম সবচেয়ে বেশি।

আওয়ার নিউজ বিডি : কখন, কিভাবে আপনার মডেলিং শুরু?
হিরো আলম : ২০০৮ সাল থেকে আমি এই মডেলিংটা শুরু করি। একটা দুইটা গান করতে করতে আজ এ পর্যায়ে।

আওয়ার নিউজ বিডি : আপনার প্রথম মডেলিং গানের ব্যাপারে কিছু বলুন
হিরো আলম : প্রথমে আমি একটা কমেডি গান করি, কিন্তু সেটি ভাল জনপ্রিয়তা না পাওয়ায় এক সময় কমেডি গান বাদ দিয়ে রোমান্টিক গানে চলে আসি।

আওয়ার নিউজ বিডি : আপনি কতদিন যাবৎ মডেলিং করছেন?13495168_2113129625365794_394729841589863542_n
হিরো আলম : দীর্ঘ ৮ বছর যাবৎ।

আওয়ার নিউজ বিডি : কোনো নাটক কিংবা সিনেমা করেছেন কি?
হিরো আলম : হ্যাঁ, আমি দুইটা নাটক ও একটা সিনেমা করেছি।

আওয়ার নিউজ বিডি : আপনার পছন্দের নায়ক নায়িকা কারা?
হিরো আলম : আমি তো বিশেষ করে পুরাতন বা সেই হারানো দিনের গান বেশি করি। এজন্য প্রয়াত নায়ক সালমান শাহকে বেশি পছন্দ করি।

আওয়ার নিউজ বিডি : আপনি কেন বর্তমান সময়ের গানগুলোতে মডেলিং করেন না?13906759_1665377743783003_6266883729655825182_n
হিরো আলম : মনে করেন, আজকে বাজারে যে নতুন গানটি বের হচ্ছে কাল সেই গানটির আর মার্কেট থাকে না। আর পুরানো দিনের গানগুলো মানুষের জীবনে সব সময় একটা দাগ দিয়ে যায়। যেগুলো অনেক বছর পর আজও খুব জনপ্রিয়। এজন্য আমি হারানো দিনের গানগুলো বেশি করি।

আওয়ার নিউজ বিডি : সিনেমার কোনো নায়ক নায়িকা কি সরাসরি দেখার সুযোগ হয়েছে?
হিরো আলম : হ্যাঁ, সিনেমার অনেক নায়ক নায়িকা আমার দেখার সুযোগ হয়েছে।

আওয়ার নিউজ বিডি : আপনার পড়াশুনা কতদূর?
হিরো আলম : ক্লাস সেভেন পর্যন্ত।

আওয়ার নিউজ বিডি : আপনার পরিবারে কে কে আছেন?
হিরো আলম : মা, বাবা, স্ত্রী ও দুটো সন্তান।

আওয়ার নিউজ বিডি : বাচ্চারা এখন কি করে?
হিরো আলম : তারা এখনো খুব ছোট।

আওয়ার নিউজ বিডি : আচ্ছা, আপনার মডেলিং-এর ব্যাপারটি নিয়ে স্ত্রী কখনো আপত্তি করেছে কী?
হিরো আলম : না, আমার স্ত্রী কখনই এ বিষয়টি নিয়ে আপত্তি করিনি। তার আপত্তি থাকলে আজকে আমার হিরো আলম হয়ে ওঠা সম্ভব হতো না।। আমি আগেও বলেছি, তবে আবারও বলছি- মডেলিংয়ে এসে আমি সবচেয়ে স্ত্রীর কাছ থেকে বেশি অনুপ্রেরণা পেয়েছি। তার অবদান বরাবরই একটু বেশি ছিল। তাছাড়া আমার স্ত্রী বিয়ের আগে জানতো যে, আমি মডেলিং করি।

আওয়ার নিউজ বিডি : বিয়ে করেছেন কত বছর হলো?
হিরো আলম : বিয়ে করেছি এই ৬ বছর হচ্ছে।

আওয়ার নিউজ বিডি : আপনার ভবিষ্যত পরিকল্পনা একটু বলুন…
হিরো আলম : ভবিষ্যতে আমার ইচ্ছে আছে একটি অনাথ আশ্রম করার। কারণ এদের কষ্টটা আমার খুব খারাপ লাগে। এদের জন্য কিছু করতে চাই। তাছাড়া বিনোদন জগতে নিজেকে আরো মুক্তভাবে মেলিয়ে ধরতে চাই।

আওয়ার নিউজ বিডি : আওয়ার নিউজ বিডি’র পাঠক ও ফেসবুক, ইউটিউবে আপনার লাখো ভক্তের জন্য কিছু বলার আছে কী?
হিরো আলম : আওয়ার নিউজ বিডি’র সকল পাঠককে একটা কথা বলব- আপনারা আমার ভিডিও গুলো দেখুন, আপনাদের ভাল লাগা, মন্দ লাগা কথাগুলো আমাকে জানান। তাহলে সামনের দিনে আপনাদের আমি আরো ভাল কিছু উপহার দিতে পারব।

আওয়ার নিউজ বিডি : ধন্যবাদ, দীর্ঘক্ষণ আওয়ার নিউজ বিডিকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।
হিরো আলম : আওয়ার নিউজ বিডিকেও অসংখ্য ধন্যবাদ।

নিচে হিরো আলমের কিছু মডেলিং গান দেওয়া হলো :

https://www.youtube.com/watch?v=SfNVGoGWino


https://www.youtube.com/watch?v=7AuAem_g0OQ



https://www.youtube.com/watch?v=EvRGplmSgaI



মন্তব্য চালু নেই