বগুড়ায় শিয়া মসজিদে গুলি, মুয়াজ্জিন নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে দুর্বৃত্তদের ছোড়া গুলিতেমসজিদের মুয়াজ্জিন নিহত এবং ইমামসহ তিনজন আহত হয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ৫/৬ দুর্বৃত্ত কিছু বুঝে উঠার আগেই মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে চার মুসল্লি আহত হন।

আহতদের রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে ভর্তি করা হয়। সেখানে মুয়াজ্জিন মারা যান।

শিবগঞ্জের আটমুল ইউনিয়ন হরিপুরের মোহাম্মদপুর আল মোস্তফা জামে মসজিদে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর হামলার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পয়েন্ট টু টু বোরের সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধরা হলেন- মসজিদের ইমাম উপজেলার চককানু মধ্যপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে মাওলানা শাহীনুর রহমান (৩৫), মসজিদের মুয়াজ্জিন হরিপুর উত্তরপাড়ার মৃত বছির উদ্দিনের ছেলে মোয়াজ্জিম হোসেন (৬০) এবং আলাদিপুরের খরু মন্ডলের ছেলে তাহের মিস্ত্রী (৫৫)।



মন্তব্য চালু নেই