‘বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হলেও দেশ এখনো কলঙ্ক মোর্চন হয়নি’

নিজস্ব প্রতিবেদক, (সাভার): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির রায় কার্যকর করা হলেও দেশ এখনো কলঙ্ক মোর্চন হয়নি বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিতে) বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে যোগ দিয়ে তার বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

আইনমন্ত্রী এসময় আরও বলেন বঙ্গববন্ধুর খুনিদের বিচার বর্তমান সরকার করেছে এই কলঙ্ক আমাদের সারা জীবন নিয়ে চলতে হবে। কিন্তু আমরা যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি তাহলে আমার মনে হয় যে অন্যায় তার প্রতি করা হয়েছে যে গাদ্দাফি আমরা তার প্রতি করেছি তা হলেও একটু শোধ হবে। এসময় তিনি সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।
দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন স্থানের ৩০ জন সাব রেজিষ্ট্রার অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে এসময় আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই