‘বঙ্গবন্ধুর পাশে চাঁদাবাজ, সন্ত্রাসী দেখতে চাই না’

সেপ্টেম্বর থেকে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিলবোর্ড অপসারণ করা হবে জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,`বঙ্গবন্ধুর ছবির পাশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীর ছবি দেখতে চাই না।আত্মপ্রচার আর অহমিকার প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

সোমবার বিকেলে সচিবালয়ের বহুমুখী সমবায় সমিতি (লি.) চত্বরে আয়োজিত আলোচনাসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শোক দিবসে শ্রদ্ধা জানানোর বাহানায় বঙ্গবন্ধুর ছবির সঙ্গে নিজেদের বড় বড় ছবি দিয়ে বিলবোর্ড টাঙিয়ে মূলত আত্মপ্রচার করেছেন তারা। এটি আত্মঘাতী প্রবণতা ছাড়া আর কিছুই নয়। শ্রদ্ধা জানানোর নামে চাঁদাবাজ-সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর সঙ্গে নিজের ছবি কীভাবে দিতে পারে?’

বঙ্গবন্ধুর নাম ও ছবি ব্যবহার করে কোনো অপকর্ম না করলেই বরং তার প্রতি শ্রদ্ধা জানানো হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ও নেত্রীর ছবি কোণায় দিয়ে ২০ থেকে ২৫ জনের ছবি দেওয়া বিলবোর্ডে। এটা কীভাবে সম্ভব? এসব আপনারা ভেঙে ফেলবেন।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ এ আলোচনাসভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি মো. হাসান ইমামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোজাম্মেল হক খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব এ এস এম জহিরুল হক প্রমুখ।



মন্তব্য চালু নেই