বঙ্গবন্ধু’র ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা

আব্দুর রহমান : মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্যর উপর আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১আগষ্ট) সকালে সাতক্ষীরা পি.এন বিয়াম ল্যাবরেটরী স্কুলের আয়োজনে স্কুলের হল রুমে সাতক্ষীরা পি.এন বিয়াম ল্যাবরেটরী স্কুলের উপাধ্যক্ষ মো ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারি শিক্ষক মো. মন্জুরুল হক, রহিমা সিরাজী, রোজিনা আক্তার, রাজু আহম্মেদ মোল্যা, নাজমুস শাহাদাৎ, গোলাম মোস্তফা, রবিউল ইসলাম, হবিবার রহমান, রোখসানা খাতুন, মনীষা ব্যানার্জী, অনিমেষ সরকার, তনুশ্রী বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে আবৃত্তি, দেশাত্ববোধক সঙ্গীত, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পি.এন বিয়াম ল্যাবরেটরী স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক শামিমা পারভীন রত।



মন্তব্য চালু নেই