বছরের শেষ দিনেও গুলি করে বাংলাদেশি মারল বিএসএফ

দিনাজপুর জেলার দক্ষিণ কোতয়ালীর বড়গ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

নিহত যুবকের নাম নূরুজ্জামান (২৫)। সে বড়গ্রাম এলাকার এক কৃষকের ছেলে। নূরুজ্জামান গরু ব্যবসায়ী।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ৩১২ এর সাব পিলার ৫ এর কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নুরুজ্জামান গরু আনতে ভারতে গেলে ভারতের ৪২ বিএসএফেরর এ্যালেনডারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে নূরুজ্জামান ঘটনাস্থলে নিহত হয়। পরে নুরুজ্জামানের লাশ বিএসএফ টেনে হিঁছড়ে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বোর্ডার গাড বাংলাদেশ-বিজিবি ২৯ ব্যাটালিয়ন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বোর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ২৯ ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল কুরবান আলী জানান, আমরা ভারতেকে এ ব্যাপারে পত্র দেয়ার পর তারা পতাকা বৈঠকে বসেছেন।

এদিকে লাশ হস্তান্তরের বিষয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে ভারত লাশ ফেরত দিবে।

নিহত নূরুজ্জামানের লাশ ভারতের বালুর ঘাট মর্গে ময়নাতদন্ত করছে ভারতীয় কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই