বজ্রপাতে তিন জেলায় ছয়জনের মৃত্যু

বজ্রপাতে তিন জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজীপুরে চাচা-ভাতিজাসহ চারজন, ময়মনসিংহে একজন এবং টাঙ্গাইলে একজন মারা যান।

গাজীপুর জেলার কালীগঞ্জে বজ্রপাতে চাচা-ভাতিজাসহ তিন মাছ ব্যবসায়ী মারা গেছেন। সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের কৈদ্যার (কাপাইস) বিলে এ ঘটনা ঘটে। বিকাল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

নিহতরা হলেন ওই ইউনিয়নের কাপাইশ গ্রামের মৃত সতিশ দাসের ছেলে মুকুন্দ দাস (৫৬), প্রেমচরণ দাসের ছেলে সুদন দাস (৫২) ও মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের মৃত রসনা দাসের ছেলে নিরদ দাস (৩৫)। জেলার শ্রীপুরেও বজ্রপাতে একজন মারা গেছেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে সোমবার বজ্রপাতে টেঙ্গুরিয়াকান্দা গ্রামের ইসব আলীর ছেলে কৃষক মারফত আলীর (৫০) মৃত্যু হয়েছে। এ সময় ফারুক মিয়া আহত হয়। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলার বাসাইলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলের সময় বজ্রপাতে রবিউল ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আটজন আহত হয়েছেন।

সম্প্রতি দেশে বজ্রপাতে মৃত্যু বাড়ছে আশঙ্কাজনক হারে। একদিনে ৫০ জনের বেশি লোক বজ্রপাতে মারা যাওয়ার ঘটনা এর আগে বাংলাদেশে ঘটেনি। পরিবেশের বিপর্যয়কেই এর জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা।



মন্তব্য চালু নেই