বজ্রপাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু

বজ্রপাতে টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

টাঙ্গইলের মধুপুরে ভোর সাড়ে চারটার দিকে টিনের চালে বজ্রপাত হয়ে বাবা নিখিল হাজন (৫৫), তার দুই ছেলে জজ সাংমা (১৩) ও লেতন সাংমা (১১) নিহত হয়েছেন। এঘটনায় নিহতের স্ত্রী জনতা সিংসান (৪৮) দগ্ধ হয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন প্রতিনিধি জানিয়েছেন।

এদিকে, সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জে একইভাবে ঘরের চালে বজ্রপাতের ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের করনসী দুআনিপাড়া গ্রামেমারুফ মিয়ার স্ত্রী ললিতা বেগম (৪০) ও তার কিশোর ছেলে রিমন মিয়া (১৫)। এ ঘটনায় নিহত ললিতা বেগমের মেয়ে রিমা আক্তারকে (২০) পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও, একই দিন সকাল ৬টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামে বজ্রপাতে মো. মইজুদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে প্রতিনিধি জানিয়েছেন, মইজুদ্দিন গোয়াল ঘরে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে একটি গরুও মারা গেছে।



মন্তব্য চালু নেই