বদলে যেতে পারে পৃথিবীর আকৃতিও!

বিশ্বে উষ্ণায়নের প্রভাবে আবহাওয়ায় তাপমাত্রাজনিত পরিবর্তন ও সমুদ্রের জলস্তর বৃদ্ধির খবর এখন পুরনো। কারন আগামি দিনে উষ্ণায়নের জেরে পৃথিবীর আকৃতির পরিবর্তনও ঘটতে চলেছে। বিগত পাঁচ বছর ধরে কয়েকজন গবেষক আর্জেন্টিনা এবং চিলির মধ্যে অবস্থিত পেন্টাগোনিয়া হিমবাহ এবং অ্যান্টার্কটিকা মহাদেশে গবেষণা করে এই ইঙ্গিত দিয়েছেন।

ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল কোপসে তাঁর রিপোর্টে জানিয়েছেন, পেন্টাগোনিয়ার হিমবাহ ১০০ থেকে ১ হাজার বার ক্ষয় পাচ্ছে। অন্যদিকে, উষ্ণায়নের প্রভাবে অ্যান্টার্কটিকা মহাদেশের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেলে হিমবাহ আরও দ্রুত ক্ষয় পাবে। যার ফলে পৃথিবীর আকৃতির পরিবর্তন ঘটবে।



মন্তব্য চালু নেই