বনানীতে আগুন: তিতাসের রেডিও অপারেট বরখাস্ত

বনানীতে আগুনের ঘটনায় তিতাসের একজন রেডিও অপারেটরকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার তাকে বরখাস্ত করা হয়।

বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত ২টার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নস্বর বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাত সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে ঢোকা শুরু করে। আড়াইটার দিকে অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।

এর আগেই ঘটনাস্থলে পৌছান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি পাশের আরেকটি ভবনের ছাদ থেকে আগুন নেভানোর কাজ পর্যবেক্ষণ করছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে ভবনের ভেতর ঢুকে ছাদে আটকেপড়াদের উদ্ধার করতে শুরু করে। রাত তিনটার দিকে ছাদ থেকে অন্তত ২৫ জনকে নিরাপদে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। ততক্ষণে আগুন অনেকটাই নিভে আসে। এসময় কেবল পঞ্চম তলাতে আগুন জ্বলতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের ডিরেক্টর (অপারেশন) মেজর একেএম শাকিল নেওয়াজ সাংবাদিকদের জানান, এ ঘটনায় তিন জন অগ্নিদগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন থেকে আগুন লাগতে পারে।



মন্তব্য চালু নেই