বন্ধু-ভক্তদের শুভেচ্ছা তাসকিনের

বিশ্বের অনেক দেশের মতোই রবিবার বাংলাদেশে পালিত হচ্ছে বন্ধু দিবস। এ দিনটিতে বন্ধুদের জন্য বিশেষ ভালবাসা প্রকাশ করেন সবাই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার তাসকিন আহমেদ তাজিমও যোগ দিয়েছেন তাতে। বন্ধু দিবসে নিজের প্রিয় বন্ধুদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি; সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তদেরও।

ভারতের বিপক্ষে হোম সিরিজের তৃতীয় ওয়ানডে থেকেই তাসকিনকে মাঠের বাইরে ঠেলে দিয়েছে ইনজুরি। এ মুহূর্তে জাতীয় দলে দ্রুত ফিরে আসাই তার মূল লক্ষ্য। জাতীয় দলের ড্রেসিং রুমকে মিস করছেন তিনি। বিশেষ এই দিনটিতে প্রিয় বন্ধুদের নিয়ে আনন্দ-আড্ডা-হৈ হুল্লোড় করতে না পারার দুঃখও পুড়াচ্ছে তাকে। তবে টেলিফোন-ফেসবুকের মাধ্যমে প্রিয় বন্ধুদের তিনি জানিয়েছেন বন্ধু দিবসে বিশেষ ভালবাসা।

মালয়েশিয়ায় ৮ দিনের ছুটি কাটিয়ে দুই দিন আগে বাংলাদেশে ফিরেছেন তাসকিন। মালয়েশিয়ার লংকাভি দ্বীপে অবশ্য বন্ধুদের নিয়ে বেশ আনন্দময় সময় কাটিয়েছেন তিনি। রবিবার প্রথম দিনের মতো মিরপুর স্টেডিয়ামে রিহ্যাব প্রক্রিয়ায় অংশ নিতে এসেছিলেন তাসকিন। হালকা জিমও করেছেন তিনি।

বন্ধু দিবস নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের এই তরুণ পেসার। তাসকিন বলেছেন, ‘আমার অনেক বন্ধু রয়েছে। আমার ক্রিকেট ক্যারিয়ারে এই বন্ধুদের অবদান অনেক। এরা সবাই আমার ক্রিকেট বিশ্লেষক; সবাই মিলে আমার ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করে। ভাল বল করার জন্য ওরা আমাকে বাড়তি অনুপ্রেরণা-উৎসাহও দেয়। ছোটবেলা থেকেই বন্ধুরা আমার পাশে ছিল, রয়েছে এবং থাকবেও। বাবার হাতে মার খাওয়ার পরও বন্ধুদের উৎসাহ পেয়েছি বলেই ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে পারছি।’

বন্ধু দিবস ঘিরে এবার বিশেষ কোনো পরিকল্পনা ছিল না বলে জানিয়েছেন তাসকিন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি বন্ধুপাগল একটা ছেলে। সন্ধ্যার পর বন্ধুরা মিলে আড্ডা মারব। বন্ধু ছাড়া আসলে বেঁচে থাকা খুব কঠিন।’

তাসকিন তার বন্ধু ও ভক্তদের বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বন্ধুদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘তোদের সবার কাছে দোয়া চাইব যেন আমি আবার ভাল মতো জাতীয় দলে ফিরে আসতে পারি। আর তোদের জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা।’

ভক্তদের উদ্দেশ্যে তাসকিন বলেছেন, ‘সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা। সবাই নিজ নিজ বন্ধুদের গুরুত্ব দেবেন। বন্ধু ছাড়া অনেক কিছুই অসম্ভব। ভাল বন্ধু সবার জীবনেই প্রয়োজন। বিশেষ করে নিজের খারাপ সময়গুলোতে যার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবেন তাকেই প্রিয় বন্ধুর স্থান দেবেন। সবাই দোয়া করবেন আমাদের দলের জন্য এবং আমার জন্য। আমি ইনজুরির কারণে শেষ সিরিজটা মিস করেছি। সামনের সিরিজে যেন দৃঢ়ভাবে কামব্যাক করতে পারি এই দোয়া করবেন।’ দ্য রিপোর্ট



মন্তব্য চালু নেই