বন্ধ পাটকল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

বন্ধ পাটকল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে আবারও যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা।

বেসরকারি বন্ধ জুট মিল মহসেন, অ্যাজাক্স জুট মিল চালু এবং সোনালী, আফিল জুট পূর্ণাঙ্গ চালুর দাবিতে মঙ্গলবার সকাল নয়টা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে।

এদিকে শ্রমিকদের অবরোধের কারণে ওই মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের উভয়পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। এর ফলে যশোর-খুলনা মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ বলেন, বেসরকারি বন্ধ মহসেন জুটমিল, অ্যাজাক্স জুট মিল চালু এবং সোনালী, আফিল জুট পূর্ণাঙ্গ চালু ও বকেয়া পাওনা পরিশোধ ও অ্যাজাক্স জুট মিলে বিদ্যুৎ সংযোগের দাবিতে আমরা এ কর্মসূচি পালন করছি।

তিনি আরও বলেন, ২০১৩ সালে নতুন মজুরি কাঠামো গঠন করা হলেও মালিকরা তা বাস্তবায়ন করছে না। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া পাট কেনা বন্ধ করে দিয়ে মালিকরা মিলগুলো বন্ধ করে দিচ্ছে। যে কারণে শ্রমিকরা মরতে বসেছে।



মন্তব্য চালু নেই