বন্ধ হয়ে গেছে পূর্ণিমা সিনেমা হল

রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজার-ফার্মগেট সড়কে অবস্থিত পূর্ণিমা সিনেমা হলটি বন্ধ হয়ে গেছে। গেল বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা থেকে বন্ধ করা হয় এটি। হল কর্তৃপক্ষ জানায়, এখানে আর সিনেমা হল থাকবে না, নির্মাণ করা হবে বহুতল ভবন। আগামী বছর এর কাজ শুরু হতে পারে।

হলের ক্যাশিয়ার হাসেম জানান, ‘গত বৃহস্পতিবার বিকেলের শো চালানো হয়, তার পর থেকে সিনেমা হলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানে ১৮ তলা দুটি কমার্শিয়াল বিল্ডিং হবে, তবে এখানে কোনো সিনেপ্লেক্স থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আগামী বছর থেকে বিল্ডিংয়ের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। মার্চের ৩১ তারিখ সব স্টাফকে পুরো টাকা পরিশোধ করা হয়েছে। পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এখন সিনেমা হলটি একেবারেই বন্ধ।’

হঠাৎ করে কেন বন্ধ হলো- জানতে চাইলে হাসেম আলী বলেন, ‘যত টাকা টিকিট বিক্রি করে আসে, তা দিয়ে আমাদের স্টাফদের বেতনই দিতে পারি না। পানি, বিদ্যুৎ, গ্যাসের টাকা বকেয়া হয়ে গিয়েছিল কয়েক মাসের। মালিক তো আর এত টাকা প্রতি মাসে হাত থেকে দিতে পারবে না, তাই হল বন্ধ হয়ে গেল।’

উল্লেখ্য, ১৯৮৮ সালে শাবানা, আলমগীর ও জসিম অভিনীত ‘বিশ্বাসঘাতক’ ছবির মধ্য দিয়ে ‘পূর্ণিমা’ সিনেমা হলের যাত্রা শুরু হয়।



মন্তব্য চালু নেই