বন্যাদুর্গত মানুষের পাশে “অ, আ, ক, খ” স্কুল

বিধান মুখার্জী : সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী কর্তৃক পরিচালিত “অ,আ,ক,খ” স্কুলের উদ্যোগে ৭ আগস্ট রবিবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ করেছে ।

এসময় বেলকুচি উপজেলার ৫ টি ইউনিয়নের  ৩ শতাধিক পরিবারের কাছে ত্রান বিতরন করা হয় ।

ত্রান বিতরনে উপস্থিত ছিলেন “অ,আ,ক,খ” স্কুলের পরিচালক ডা.নাজমুল হোসাইন, মালেয়শিয়া ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির সিক্ষাথি হাসানুল বান্না,গণ বিশ্ববিদ্যালয়ের  ফার্মেসি বিভাগের শিক্ষার্থী বিধান মুখার্জি সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

“অ,আ,ক,খ” স্কুল পরিচালক ডা.নাজমুল হোসাইন সকলকে বন্যাদুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে এগিয়ে আসলে বন্যাদুর্গত মানুষদের কষ্ট দূর করা সম্ভব হবে।

উল্লেখ্য, ঝড়ে পড়া, কর্মজীবি কিংবা শিক্ষা গ্রহণের মৌলিক অধিকার থেকে বঞ্চিত শিশুদের জন্য ‘সেন্টার ফর কমিউনিটি ডেভেলাপমেন্ট’ এর এই’বর্ণমালা’ প্রকল্প। যার অধীনে সারা দেশে পরিচালিত হচ্ছে শিক্ষা ও বৃত্তিমূলক কার্যক্রম, প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন স্কুল।



মন্তব্য চালু নেই