বরিশালে দুই স্কুলের ৩৫ শিক্ষার্থী অজ্ঞাতরোগে অসুস্থ্য

সদর উপজেলার চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয় ও চরকাউয়া আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫জন শিক্ষার্থী অজ্ঞাতরোগে (গণহিষ্ট্রোরিয়া) আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন ইউনিটে তাদের ভর্তি করা হয়।

চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের দু’ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। কিছুসময় পর একে একে স্কুলের ২০জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পরে। তাৎক্ষনিক স্কুল ছুটি ঘোষণা করে অসুস্থ্যদের হাসতপালে এনে চিকিৎসা দেয়া হয়।

অসুস্থ্যরা হলো-মুনিয়া, সায়েমা, মীম, ফেরদাউস, ঝুমুর, বিথি, খুকুমনি, রিমা, রূপা, আমিনুল, মাহমুদা, রিমি, কেয়া, তানিয়া, স্বর্না, নাসরিন, তামান্না, জান্নাত, খাদিজা ও শাওন। আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, তার স্কুলের ১৫ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়লে স্কুল ছুটি দিয়ে তাদেরকেও শেবাচিমে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই