বর্ণাঢ্য আয়োজনে কলারোয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার কলারোয়ায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫৩৪১তম জন্ম তিথি উপলক্ষ্যে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।

শনিবার দুপুরে পালপাড়া মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ এবং কলারোয়া ফুটবল মাঠে শ্রীকৃষ্ণের দাস সম্প্রদায় পৃথক দু’টি উৎসবের আয়োজন করে।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

MP Kalaroaঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, ভারপ্রাপ্ত পৌর মেয়র রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আ.রউফ, ব্যবসায়ী নেতা আরাফাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, Kalaroaকোষাধ্যক্ষ অধ্যাপক কেএম আনিছুর রহমান, কপাই সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, পূজা উদযাপন পরিষদের নেতা মনোরঞ্জন সাহা, সিদ্ধেশ্বর চক্রবর্তী, স্বেচ্ছাসেবক পরিষদের স্বন্দিপ রায়, শ্রীকৃষ্ণের দাস সম্প্রদায়ের সুনিল কুমার, অসিম কুমার, গোবিন্দ কুমার প্রমুখ।

উভয় অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।



মন্তব্য চালু নেই