বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্যারাসিটামল দিয়ে ক্যান্সার নির্মূল যেমন অসম্ভব, ঠিক তেমনি এই নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আশা করাও অসম্ভব।

শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।

রিজভী আরো বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের কল্যাণে যারা কাজ করছেন সরকার তাদের খলনায়ক বানাচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় থাকা এ সরকারের পক্ষে জনগণের ম্যান্ডেট আছে কিনা তা তারা লক্ষ করছে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও বক্তব্য দেন, খালেদা জিয়ার উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।



মন্তব্য চালু নেই