বর্ধমান বিস্ফোরণে রোহিঙ্গাও জড়িত

বর্ধমান বিস্ফোরণের ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) কর্মকর্তারা।

খালিদ মহম্মদ নামের ওই ব্যক্তিকে সোমবার গভীর রাতে হায়দরাবাদ থেকে আটক করা হয়।

জানা গেছে, খালিদ মিয়ানমারের বাসিন্দা। সে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের জঙ্গিগোষ্ঠীর সঙ্গেও জড়িত। তার কাছ থেকে ইরাকের আইএসআইএসের কিছু বই ও পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর তেহেরিক-ই-তালিবানের কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসব কারণে বর্ধমান বিস্ফোরণের সঙ্গে মিয়ানমারের যোগসূত্র রয়েছে বলে মনে করছেন এনআইএ কর্মকর্তারা।

অন্যদিকে, সল্টলেকে এনআইএর অস্থায়ী কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের সঙ্গে, বর্ধমান কাণ্ডের যোগ রয়েছে বলেও দাবি করছে এনআইএ।

এনআইএর মতে, এই বোমা বিস্ফোরণ একটি সতর্কতা বার্তা। প্রশাসন এই তদন্ত থেকে সরে যাক, এটাই চেয়েছিল সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী।

অভিযুক্ত খালিদসহ আরো বেশ কিছু জঙ্গিকেই গ্রেফতার করেছে এনআইএ।

এনআইএ কর্মকর্তারা মনে করছেন, আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে খাগড়াগড় বিস্ফোরণ-ঘটনার পাশাপাশি সল্টলেক বিস্ফোরণের উদ্দেশ্যও জানা যেতে পারে।



মন্তব্য চালু নেই