বর্ষসেরা নির্বাচনে কাকে ভোট দিয়েছেন মেসি ও রোনালদো?

হয়ে গেলো বর্ষসেরা ফুটবলার নির্বাচন। এ নিয়ে চারবারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ জিতলেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

এ পুরস্কারের দৌড়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। তবে সেরা খেলোয়াড় নির্বাচিত করতে এই দুই তারকা কে কাকে ভোট দিয়েছেন হয়তো তা জানতে আগ্রহী ফুটবলপ্রেমিরা।

ফিফা সেরা পুরুষ ফুটবলার নির্বাচনে মেসি ও রোনালদো কেউ পরস্পরকে ভোট দেননি। বরং সেরা বানাতে নিজ ক্লাবের সেরা তিন ফুটবলারকে ভোট দিয়েছেন তারা। গতবারের মতো মেসি এবার ভোট দিয়েছেন লুইস সুয়ারেজ, নেইমার এবং আন্দ্রেস ইনিয়েস্তাকে। গতবছরও কাতালান ক্লাবটির এই তিন তারকাকে ভোট দিয়েছেন মেসি।

তবে গতবারের চেয়ে রোনালদোর ব্যালটে এবার কিছুটা পরিবর্তন এসেছে। গ্যারেথ বেলকে তৃতীয়স্থান থেকে প্রথম স্থানে নিয়ে এসেছেন তিনি। এরপর তার পছন্দের তুলনায় রয়েছে লুকা মডরিচ ও সার্জিও রামোস।

একবছর আগের ফিফার সেরা খেলোয়াড়র নির্বাচনে রোনালদোর পছন্দের তালিকায় প্রথমে ছিলেন করিম বেনজেমা। এরপর ছিলেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ।



মন্তব্য চালু নেই