বল মাঠে না গড়ালেও জিতবে বাংলাদেশ

বৃষ্টির কারণে বাংলাদেশ-ওমানের মধ্যকার ম্যাচটি সাময়িক বন্ধ রয়েছে। ম্যাচের এক ইনিংস এবং সাত ওভার পেরিয়ে যাওয়ায় বল যদি আর মাঠে নাও গড়ায় তাহলে ১৯ রানের জয় পাবে ‘টিম টাইগার’।

এ জয়ে সুপার টেন নিশ্চিত হবে বাংলাদেশের। এর আগে টসে হরে তামিম ইকবালের ৬৩ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংসে ওমানের সামনে ১৮১ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

সৌম্য সরকারকে ফিরিয়ে ওমানের প্রথম সাফল্য এনে দিয়েছেন অজয় লালচেতা। লালচেতার বলে আউট হয়ে ফেরার আগে ২২ বল খেলে তার ব্যাট থেকে আসে ১২ রান।

তামিম-সাব্বির জুটিতে টাইগার স্কোর বোর্ডে জমা হয় ৯৭ রান। সাব্বির করেন ৪৪ রান। এরপরই, খাওয়ার আলী’র বলে বোল্ড হয়ে ফেরেন সাব্বির। স্কোর বোর্ডে রান তখন ১৩৯ রান।

সাব্বিরের বিদায়ে সাকিবকে সঙ্গে নিয়ে বাকিটা সময় কাটিয়ে দেন তামিম। তামিম, ৬৩ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। সাকিব অপরাজিত থাকেন ১৭ রানে। বাংলাদেশের ইনিংস থামে ১৮০ রানে।

জবাবে ব্যাট করতে নেমে ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করে ওমান। এরপরই বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়।



মন্তব্য চালু নেই