বসুন্ধরা সিটিতে আগুন : পান্থপথে যান চলাচল বন্ধ

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার পর থেকে বেশ কয়েকটি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার বেলা ১১টা ২৩ মিনিটে আগুন লাগার পর থেকেই শপিং মলটির সামনের রুট (পান্থপথ) দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

দুপুর সোয়া ১ টা ২৫ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ অব্যাহত রেখেছেন।

সরেজমিনে দেখা গেছে, আগুন লাগার পর থেকেই বসুন্ধরা শপিং মল থেকে যারা বেরিয়ে এসেছেন তারা সামনে সড়কে অবস্থান নিয়েছেন। পাশাপাশি উৎসুক জনতাও ভিড় করছেন সড়কটিতে।

তবে এই রুটে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা করে দেয়া হয়েছে। ইতোমধ্যে ৬ তলা থেকে জীবিত অবস্থায় ৯ জনকে উদ্ধার করা হয়েছে। যারা আটেক আছেন তাদেরকেও উদ্ধারের চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই