বসুন্ধরা সিটির আগুনে ক্ষয়ক্ষতি ৫০ কোটি টাকা

রাজধানীর বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা বলে দাবি করেছেন শপিং মলের দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান। রোববার সন্ধ্যায় সাংবাকিদের এ কথা জানান তিনি।

হান্নান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বাকি ২০ কোটি টাকার ডেকোরেশন রয়েছে। অগ্নিকাণ্ডে ছয় তলার সি ব্লকে ১০০ দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৬ থেকে ৭টি দোকান পুরোপুরি পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহায়তায় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে রোববার বেলা ১১টা ২৩ মিনিটের দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল নেওয়াজ বলেন, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাই। তবে আমরা আগুনের ব্যাপ্তি ছোট করে এনেছি। কতক্ষণে পুরোপুরি নেভানো যাবে তা বলা যাচ্ছে না।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত দোকানের দরজা ও শাটারের পাশে থাকা রাবার ও প্লাস্টিক গলে যাওয়ায় সেগুলো খোলা যাচ্ছে না। সে কারণে কাজ এগিয়ে নিতে সময় লাগছে।

এদিকে বেলা সোয়া ১টার দিকে ঘটনাস্থলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলেই কেন বারবার আগুন লাগে। এ নিয়ে তিন তিন বার আগুন লাগলো। আমি এ বিষয়ে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছে জানতে চাই। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলা হবে।



মন্তব্য চালু নেই