বহুতল ভবনে দুর্ঘটনায় উদ্ধার পেতে অদ্ভুত সিঁড়ি

বহুতল ভবনে ভূমিকম্পের সময় উদ্ধার পাওয়া কঠিন। এসব আকাশচুম্বী ভবনের কোথাও আগুন লাগলে নিচে নামতে হুড়োহুড়ি লেগে যায়। ফলে আপদকালীন সময়ে উদ্ধার তো মেলেই না বরং পদদলিত হয়ে মৃত্যুর আশংকা থাকে। এসমস্যা সমাধানে এগিয়ে এলো চীনের এক প্রবীন নাগরিক। তিনি এমন একটি সিঁড়ি বানিয়েছেন যা দিয়ে দুর্ঘটনাকালীন সময়ে ভবন থেকে দ্রুত নিচে নামা যাবে।

সাংহাইয়ের এই বৃদ্ধের আবিষ্কারে রীতিতো প্রশংসিত হয়েছে। বিল্ডিং যত বড়ই হোক, দ্রুত বেরিয়ে গিয়ে প্রাণে বাঁচা যাবে। স্রেফ বসে পড়লেই, সোজা নীচে।

৭০ বছর বয়সি ঝউ মিয়াওরং তৈরি করেছেন একটি বিশেষ ইভাকুয়েশন স্লাইড। সিঁড়ির পাশাপাশি থাকবে এই বিশেষ স্লাইড। পার্কের স্লিপের মতো। সিঁড়ি দিয়ে না নেমে, স্লাইডে বসে পড়লেই, পিছলে পৌঁছে যাওয়া যাবে একেবারে ভবনের নিচে। পরীক্ষা করে দেখা গিয়েছে, মাত্র ২ সেকেন্ডে এক তলায় নেমে যাওয়া সম্ভব। ২৬ তলা একটি বিল্ডিং থেকে বেরোতে সময় লাগছে মাত্র ৯০ সেকেন্ড। অর্থাৎ, বিপদ এলে মাত্র ১০০ সেকেন্ডের মধ্যে গোটা বিল্ডিং খালি করে দেওয়া যাবে।

এই অনবদ্য আবিষ্কারের জন্য ঝউকে পুরস্কৃত করেছে চিনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন ও চীন সরকার।



মন্তব্য চালু নেই