বাঁশখালিতে গভীর রাতে গুলির শব্দ, নিহত ১

গতকাল রবিবার গভীর রাতে ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।চট্টগ্রামের বাঁশখালিতে রাত ১টার দিকে গুলির শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।মানুষের মধ্যে আতঙ্ক নেমে আসে। বাঁশখালী থানার ওসি স্বপন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পূর্ব গুনাগরী ইউনিয়নে বেলাল মাস্টারের বাড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহতরে পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। বয়স আনুমানিক ৩২ বছর।

ওসি স্বপন মজুমদার বলেন, ১০/১৫ জনের একটি ডাকাত দল রাতে হেলাল নামের স্থানীয় এক গৃহস্থের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ওই বাড়ির তিন সদস্য আহত হন।

“হেলালের বাসায় ডাকাত পড়েছে টের পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গেলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা পুলিশের দিকে গুলি করলে পুলিশও পাল্টা জবাব দেয়। অন্য ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়।”

তিনি বলেন, ডাকাতের হামলা ও গোলাগুলির মধ্যে দুই পুলিশ, স্থানীয় দুই বাসিন্দাসহ মোট সাতজন আহত হন। তাদের সবাইকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর হেলালের বাসায় ডাকাতদের ফেলে যাওয়া থেকে একটি এলজি ও গুলির খোসা পাওয়া যায়।



মন্তব্য চালু নেই