বাঁশখালী যাচ্ছে জাতীয় কমিটি

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ১০ জন সদস্য আজ (শুক্রবার) বিকেলে চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় যাচ্ছেন।

বাঁশখালীর ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও এলাকায় ঘটনার প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করবেন তারা। চট্টগ্রাম তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, ঘটনার ৫ দিন পর আজ (শুক্রবার) বিকেলে বাঁশখালীর মজিবের টিলা এলাকায় শোক ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে এলাকাবাসী। সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার সারাদিন এবং শুক্রবার সকাল থেকে ব্যাপক প্রচার চালানো হয় এলাকাবাসীর পক্ষ থেকে।

‘গণ্ডামারা বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠনের ব্যানারে এই শোক ও প্রতিবাদ সমাবেশকে ঘিরে নিরাপত্তার স্বার্থে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।



মন্তব্য চালু নেই