বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ উপহার মাহফুজার

ভারতে চলমানরত সাউথ এশিয়ান গেমসে রোববার দিনটা খুশির আমেজে কাটছে বাংলাদেশের। শনিবার থেকে এই গেমস শুরু হলেও এই দিনে প্রথম স্বর্ণের দেখা মিলেছে। ভারোত্তোলনে প্রথম স্বর্ণ জেতেন মাবিয়া আক্তার সীমান্ত। তবে এরপর সাঁতারেও এসেছে সুখবর। যেখানে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ উপহার দিয়েছেন মাহফুজা শিলা।

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সবাইকে টপকে স্বর্ণ জিতেছেন শিলা। সব মিলিয়ে আসরের দ্বিতীয় দিনে বাংলাদেশ অর্জন করল দুটি স্বর্ণ।

এর আগে মেয়েদের ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন মাবিয়া আক্তার সীমান্ত। শনিবার পদক প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ জিতেছিল একটি রৌপ্য ও বেশ কয়েকটি ব্রোঞ্জ। দ্বিতীয় দিনে এসেই দেখা মিলল দুটি স্বর্ণ পদকের।

রোববার ভারোত্তোলন থেকেই বাংলাদেশকে দ্বিতীয় রুপা এনে দেন ফুলপতি চাকমা। ফুলপতির রুপা এসেছে ৫৮ কেজি ওজন শ্রেণিতে। ভারোত্তোলনে শনিবার দুর্ভাগ্যক্রমে রুপা হাতছাড়া হয়েছে মোল্লা সাবিরার। এখনো পর্যন্ত ভারোত্তোলনে ও সাঁতারে আরো পাঁচটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।



মন্তব্য চালু নেই