বাংলাদেশকে নিয়ে চিন্তিত ভারত

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। আজ ইংল্যান্ড জিতে গেলে ভারত কোয়ার্টার ফাইনালে ইংলিশদের পেত।

সোমবার খেলা শেষে ভারতের সাবেক খেলোয়াড় সুনীল গাভাস্কার জানিয়েছেন, বাংলাদেশের চেয়ে ইংল্যান্ডকে পেলে ভালো হত। কারণ, বাংলাদেশ দল ইংল্যান্ডের চেয়ে ভালো। ইংল্যান্ডকে সব সময় বড় করে জাহির করা হয়। আসলে তারা কোনো দলই না।

গাভাস্কার বলেন, ‘এতে আমি বিস্মিত হইনি। ইংল্যান্ডকে সবাই বড় দল মনে করে। আসলে তারা ওই মানের দল নয়। তাদের চেয়ে বাংলাদেশ ভালো দল। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নয়, ইংল্যান্ডকে পেলে আমাদের জন্য বেশি ভালো হত।’

মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশের ভালো ম্যাচে মুশফিকুর রহিম ত্রাতা হয়ে দাঁড়ায়। অসাধারণ খেলে। অভিষেকের পর থেকে সে অনেক উন্নতি করেছে। আজকের ম্যাচে মাহমুদুল্লাহকে সেঞ্চুরি পেতে সহায়তা করেছে মুশফিক। কম বল খেলে বেশি রান করেছে। ম্যাচের মূল পার্থক্যটা আসলে মুশফিকই করে দিয়েছে। মাহমুদুল্লাহও দারুণ খেলেছে।’

বাংলাদেশের সমর্থকদের বিষয়ে গাভাস্কার বলেন, ‘বাংলাদেশের সমর্থকরা সত্যিই অসাধারণ। আসলে উপ-মহাদেশের সমর্থকরা অন্যদের চেয়ে একধাপ এগিয়ে। বাংলাদেশের সমর্থকরা এমন একটি সাফল্যের জন্য অপেক্ষা করছিল। অবশেষে তারা সেই সাফল্য পেয়েছে।’



মন্তব্য চালু নেই