বাংলাদেশি কিশোর হত্যায় ৬ বিএসএফ সদস্য বরখাস্ত

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর শিহাব উদ্দিন সজল নিহতের ঘটনায় ৬ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বিএসএফ।

রোববার রাতে বিজিবি সদর দফতর থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে সজল (১৫) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব উদ্দিন জীবননগরের গোয়ালপাড়া গ্রামের মাহাবুবের ছেলে। সে উপজেলার গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের নতুন পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৬৬নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ওই বৈঠক হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান (পিএসসি)। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি কিলাস লাল সাহা।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে সজল হত্যার ব্যাপারে বিভিন্ন তথ্য উপাত্ত এবং সাক্ষী উপস্থাপনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরে তীব্র প্রতিবাদ ও জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিজিবিকে আশ্বাস দিয়েছে বিএসএফ।



মন্তব্য চালু নেই